চট্টগ্রাম মৎস্য বন্দরের সেবাসমূহ
- মৎস্য অবতরণ
- মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ
- মৎস্য ট্রলার/জাহাজ ডকিং/আন ডকিং ও বার্থিং সুবিধা প্রদান
- মৎস্য ট্রলার/জাহাজ/পন্টুন নির্মাণ ও মেরামতকরণ
- জাল মেরামত/গোডাউন সুবিধা প্রদান
- ট্রলার বহর পরিচালনা
- মৎস্য ট্রলারে সুপেয় পানি সরবরাহ
- মৎস্য শিল্প প্রতিষ্ঠার জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে সহায়তা
মৎস্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম
- ০৫ টি ফ্রোজেন স্টোরের (৩৫০ মে. টন ১টি ও ৫০ মে. টন ০৪টি) মাধ্যমে সরকারি ও বেসরকারি পর্যায়ে হিমায়ন ও সংরক্ষণ সুবিধা প্রদান
- ০৩ টি ব্লাস্ট (৫ মে. টন ২টি ও ৩ মে. টন ১টি) ফ্রিজারের মাধ্যমে সরকারি ও বেসরকারি পর্যায়ে হিমায়ন সুবিধা প্রদান
মৎস্য শিল্পের বিস্তৃতির লক্ষ্যে সরকারি ও বেসরকারি পার্যায়ে নতুন নৌযান তৈরি, নৌযান মেরামত ও ডকিং এর জন্য আধুনিক শিপইয়ার্ড সুবিধা প্রদান
- স্লিপওয়ে - ০৪ টি (২৫০টন, ৩৫০ টন ও ১২০০টন - ২টি)
- মেরিন ওর্য়াকশপ - ০১ টি
- সিএনসি ভেন্ডিং এন্ড কাটিং শপ - ০১টি
- গ্যান্টি ক্রেন - ০১টি
- এস্কভেটের, মোবাইল ক্রেন ও র্কাটটোয়ার
বার্থি সেবাসমূহ
- ফিশিং ট্রলার/টাগবোট/ওয়েল ট্যাংকার/ড্রেজার/পন্টুন ডকিং ও মেরামত
- নতুন করে ট্রলার, টাগবোট, ওয়েল ট্যাংকার, ড্রেজার ও পন্টুন নির্মাণ
মাল্টচ্যিানলে স্লিপওয়ে ডকইর্য়াড
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ এপ্রিল ২০১৯খ্রিঃ তারিখে মাল্টিচ্যানেল স্লিওেয়ে এন্ড ডকইয়ার্ডের শুভ উদ্বোধন করেন।
- ডকইয়ার্ডটিতে ২০০মটিার দর্ঘ্যৈ বিশিষ্ট ২টি স্লিপওয়ে আছে।
- প্রতিটির ধারণ ক্ষমতা ১২০০ টন
- ৪-৬ টি জাহাজ ডকিং করা যায়
- জাহাজ / পন্টুন এর মেরামত কার্য
চট্টগ্রাম মৎস্য বন্দর বেসিন
- ১৯৭৩ সালে নির্মাণ করা হয় আয়তন ০৮ একর (২,৭৫,০০০ বর্গফুট)
- বিভিন্ন সাইজের ৭০-১০০ টি ফিশিং /বানিজ্যিক ট্রলার বার্থি এর সুযোগ রয়েছে
টি-হেড জেটি
- 2 টি-হেড জেটিতে 20 টি জাহাজ বার্থিং সুবিধা রয়েছে