জীবন বৃত্তান্ত
কমান্ডার মোহাম্মদ সাইফুর রহমান, (জি), পিএসসি, বিএন ২১ জুন ২০০০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ০১ জুন ২০০৩ তারিখে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। কমিশন পাওয়ার পর তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ২০১১ সালে গানারী স্পেশিয়ালাইজেশন কোর্স এবং ২০১৯-২০ সালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)/বিইউপি থেকে পিএসসি/মাস্টার্স ইন মিলিটারী স্টাডিজ সম্পন্ন করেন।
তিনি নৌবাহিনীর জাহাজ বিএনএস দর্শক, দূর্বার ও পদ্মা কমান্ড করেন। বাংলাদেশ নৌবাহিনীর একজন পেশাদার কর্মকর্তা হিসেবে তিনি বিভিন্ন স্তরে স্টাফ এবং নির্দেশনামূলক দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে মালিতে অধিনায়ক, বানৌজা দর্শক এবং ২০২১-২২ সালে কন্টিনজেন্ট অপারেশন্স অফিসার, জুবা, সাউথ সুদান হিসাবে জাতিসংঘ মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নৌবাহিনী থেকে প্রেষনে বাংলাদেশ কোস্ট গার্ড ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসাবে মংলা পোর্ট অথরিটিতে দায়িত্ব পালন করেন। বিএফডিসি-তে যোগদানের পূর্বে তিনি নৌবাহিনীর প্রশিক্ষন ঘাঁটি হিসাবে পরিচিত বানৌজা শহীদ মোয়াজ্জমে ট্রেনিং কমান্ডার এবং অফিসার-ইন-চার্জ, সীম্যানশীপ স্কুলে দায়িত্বরত ছিলেন।
তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS